লালমনিরহাট বার্তা
মওলানা ভাসানীর গণতান্ত্রিক সম্মেলনে সোহরাওয়ার্দী পন্থীদের আক্রমণ
বার্তা ডেস্ক | ২৯ এপ্রি, ২০২৩, ৮:৫৬ AM
মওলানা ভাসানীর গণতান্ত্রিক সম্মেলনে সোহরাওয়ার্দী পন্থীদের আক্রমণ

মওলানা ভাসানী ২৪ জুলাই ১৯৫৭ সালে আওয়ামী লীগের সাথে তাঁর সকল সম্পর্কচ্ছেদের ঘোষণা করেন। ২৫ ও ২৬ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। খান আব্দুল গাফফার খান, জি এম সৈয়দ, মিয়া ইফতিখার উদ্দিন, মাহমুদ আলী কাসুরী, মাহমুদুল হক ওসমানী, অবসর প্রাপ্ত মেজর ইসহাক সদস্য মনোনীত হন; পূর্ব পাকিস্তানের ইয়ার মোহাম্মাদ খান, মহিউদ্দিন আহমেদ, সলিমুল হক মিল্ক, আব্দুল মোত্তাকিম চৌধুরী, আবু জাফর সামসুদ্দীন প্রমূখ। দুদিনের সম্মেলনে সোহরাওয়ার্দী অনুসারীরা সম্মেলন বানচালের সর্বত্মক অপচেষ্টা চালিয়ে যায় এবং গণতন্ত্রী দলের প্রাদেশিক পরিষদ সদস্য মীর্জা গোলাম হাফিজ ও ন্যাশনাল পার্টির নেতা মিয়া ইফতিখার উদ্দিন সহ অনেক নেতার উপর আক্রমণ করে সোহওয়ার্দী পন্থীরা। খন্দকার মোহাম্মাদ ইলিয়াসের উপর যিনি ন্যাপের প্রচার সেলের দায়িত্বে ছিলেন তার হাতে থাকা পার্টির ঘোষণা পত্র পুড়িয়ে দেয়া হয়। সিনেমা হলের বাইরে অবস্থানরত সোহরাওয়ার্দীর গুণ্ডা বাহিনি সোহরাওয়ার্দীর পক্ষে ও মওলানা ভাসানী এবং গাফফার খানের বিরুদ্ধে ভারতের দালাল বলে অবিরাম শ্লোগান দিতে থাকে।

(গ্রন্থ:-অনন্য মওলানা ভাসানী জীবন সংগ্রাম)

এই বিভাগের আরও খবর