লালমনিরহাট বার্তা
মধ্যপ্রাচ্য
মোঃ ইয়ার আলী | ১৬ অক্টো, ২০২৩, ১২:৫৬ PM
মধ্যপ্রাচ্য

মানব সৃষ্টির আদি সূচনা

এডাম কিংবা আদম ও হাওয়া ।

মিলিত হয়েছিলেন আরাফাতে

যাহা আছে মক্কার অতি নিকটে ।

তাই ধারনা হয় বসবাস করেছিলেন তারা ,

মক্কার আশেপাশে ,গড়েছিলেন সভ্যতা ।

চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল তার সন্তানেরা,

হয়তো তাদের কেন্দ্র করে গড়েছিল সভ্যতা ।

যত নবী রাসুলের কাহিনী বলেছেন নবীজি ,

হযরত ইব্রাহিম ,ইসমাইল ,ইসাহাক ,নবী,

ইয়াকুব, ইউসুফ ,মুসা কিংবা সোলাইমান,

লুত ,নুহ, ইউনুস ইশা নবী হতে যতজন।

বাস করেছিলেন সিরিয়া কিংবা জর্ডান

তাইতো তাদের কবর রয়েছে প্যালেস্টাইন ।

যুদ্ধের যত ইতিহাস রয়েছে চলমান,

সবই তার মধ্যপ্রাচ্য,পারস্য কিংবা রোমান ।

যুদ্ধের মাঝে বর্ননা রয়েছে যত নদীর নাম ,

নীলনদ তার অন্যতম প্রধান ।

যাহা মিশর কিংবা মধ্যপ্রাচ্যে প্রবাহমান

যুদ্ধের ইতিহাসে এক অনন্য নাম ।

হালাকু খান কিংবা চেঙ্গিস খান

নির্মমতা আর বর্বরতার এক অনন্য নাম ।

ধ্বংস করেছে ইরাক কিংবা আফগানিস্তান ,

জাজিরাতুল আরব কিংবা ইয়ামান ।

নবীর সাথে যুদ্ধ হয়েছে যে সত্তর খান ,

বেশির ভাগে তার ইরাক কিংবা ইরান ।

যাহা আজও আছে মধ্যপ্রাচ্যে বিদ্যমান ,

সুতরাং মধ্যপ্রাচ্ছে যুদ্ধ চলবে অবিরাম।

এই বিভাগের আরও খবর