লালমনিরহাট বার্তা
এক বছরে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে রংপুর বিভাগে ৫৭ হাজার বৃক্ষরোপণ
তথ্যবিবরণী | ১৮ জুল, ২০২৪, ১০:২৭ AM
এক বছরে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে রংপুর বিভাগে ৫৭ হাজার বৃক্ষরোপণ

বৈশ্বিক উষ্ণতা হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে রংপুর বিভাগে ৫৭ হাজার ৯৪০টি বৃক্ষরোপণ করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে যেসব সড়ক সম্প্রসারণের কোনো সম্ভবনা নেই, সেসব সড়কে অগ্রাধিকার ভিত্তিতে এসব বৃক্ষ লাগানো হয়েছে। এই বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় সড়ক ও জনপথ বিভাগ নীলফামারী-ডোমার সড়কের তিন কিলোমিটার অংশে ছয় হাজার বৃক্ষ, চিরিরবন্দর-আমতলী সড়কের ১২ কিলোমিটার অংশে ২৪ হাজার বৃক্ষ এবং দিনাজপুর-রামডুবি সড়কের চার কিলোমিটার অংশে সাত হাজার ৮০০টি বৃক্ষরোপণ করেছে। একই কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের দুই কিলোমিটার অংশে চার হাজার বৃক্ষ, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের চার কিলোমিটার অংশে আট হাজার বৃক্ষ এবং পঞ্চগড়-তেঁতুলিয়া উপজেলা সংযোগ সড়কের তিন কিলোমিটার অংশে ছয় হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। এসব সড়কে অর্জুন, মেহগনি, জারুল, আকাশমনি-সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। এছাড়া গত অর্থবছরে গাইবান্ধা শহরের সড়ক বিভাজকে এক হাজার ৬০০টি সৌন্দর্যবর্ধক বৃক্ষ এবং ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড ও টাঙ্গন ব্রিজের দুই প্রান্তে ৫৪০টি বৃক্ষরোপণ করা হয়। রংপুর সড়ক ও জনপথ বিভাগের সহকারী বৃক্ষপালনবিদের কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে।

এই বিভাগের আরও খবর