লালমনিরহাট বার্তা
প্রকৃতির ক্ষোভ
এন এইচ আশিক | ৯ জুন, ২০২৪, ৬:২১ AM
প্রকৃতির ক্ষোভ

তাপদাহে জ্বলছে গোটা বসুধা

পুড়ছে ফসল ক্লান্ত কৃষাণ

থামাও তোমার তীব্র নিশান৷

তিয়াশায় ফাটে বক্ষ-ছাতি

গলছে পিচ থামছে গাড়ি

ঝরাও তোমার শীতল বারি৷

বাড়ছে ক্রমশ অসুখ-বিসুখ

ঝরছে ঘাম হাপিত্যেশ শরীর

বয়ে চলো শান্ত সমীর৷

নিয়মে নেই কোনো ঋতু

লাগাই গাছ বাঁচাই প্রাণি

দেশটা হবে সুখের খনি৷

ঢাকুক মেঘে তপ্ত অম্বর

প্রতীক্ষা সবার হোক অবসান

সাজুক শ্রাবণ আসুক প্লাবন৷

এই বিভাগের আরও খবর