লালমনিরহাট বার্তা
এক বছরে কুড়িগ্রামে ৪৯ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন
তথ্য বিবরণী | ১৭ জুল, ২০২৪, ৪:২৯ PM
এক বছরে কুড়িগ্রামে ৪৯ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন


গত অর্থবছরে কুড়িগ্রাম জেলায় ৪৯ হাজার ৭১৫ মেট্রিক টন মৎস্য উৎপাদিত হয়েছে। যা ২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় তিন হাজার ২৫২ মেট্রিক টন বেশি। এই বিপুল পরিমাণ মৎস্য উৎপাদনে কুড়িগ্রাম জেলা মৎস্য অফিস বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে রয়েছে ৩.৬ মেট্রিক টন পোনামাছ অবমুক্তকরণ, নয়টি বিল নার্সারি ও ১৮টি প্রদর্শনী খামার স্থাপন, মৎস্যচাষিদের অংশগ্রহণে ৩২টি সচেতনতামূলক সভা আয়োজন, মৎস্য-সংক্রান্ত আইন বাস্তবায়নে ২০৫টি অভিযান পরিচালনা এবং ৭৪০ জন মৎসচাষিকে মৎস্যচাষ ব্যবস্থাপনা উন্নয়নে পরামর্শ প্রদান। এছাড়া মৎস্য অফিসের উদ্যোগে মাছের অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ, মৎস্যখামার যান্ত্রিকীকরণ ও মৎস্য সাপ্লাই চেইন উন্নয়ন, মৎস্যখাদ্য-সংক্রান্ত লাইসেন্স প্রদান, মৎস্যখাদ্য পরীক্ষা, হ্যাচারিতে মানসম্পন্ন মাছের রেণু উৎপাদন-সহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা মৎস্য অফিস-সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।

এই বিভাগের আরও খবর