লালমনিরহাট বার্তা
কবি আসাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের ধ্রুবতারা - গোলাম মোহাম্মদ কাদের
বার্তা ডেস্ক | ৫ অক্টো, ২০২৩, ৮:৫৬ AM
কবি আসাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের ধ্রুবতারা - গোলাম মোহাম্মদ কাদের

একুশে পদক প্রাপ্ত দেশ বরেণ্যে কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ ৫ অক্টোবর এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কবি আসাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের ধ্রুবতারা। বাংলা সাহিত্য সম্বৃদ্ধ করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যের যে ক্ষতি হলো তা সহসাই পূরণ হবার নয়। কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে জাতি এক আলোকিত সন্তানকে হারালো।

একুশে পদক প্রাপ্ত দেশ বরেণ্যে কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আহমেদ।

এই বিভাগের আরও খবর