রংপুরের কতিপয় কবিদের সংগঠনের কবিতা কর্মীর উদ্যোগে মঙ্গলবার সন্ধায় স্থানীয় পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হলো জমজমাট হেমন্তকালীন কবিতা উৎসব।স্বরচিত ছড়া কবিতা পাঠ এবং আবৃত্তিতে ভরপুর ছিলো কবিতা পাঠের আয়োজন।
অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ এর সভাপতিত্বে আয়োজিত উৎসবে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা কমর্কতা আনোয়ারুল ইসলাম, কবি শাহিদা মিলকী , কবি তৌহিদা খাতুন , কবি এস এম আবদুর রহীম , কবি তৈয়বুর রহমান বাবু,ও জনস্বাস্থ্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমেদ ।