লালমনিরহাট বার্তা
পরবর্তী ভূমি জরিপ ও সেটেলমেন্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে-ভূমিমন্ত্রী
তথ্যবিবরণী | ২৮ এপ্রি, ২০২৪, ২:০৭ PM
পরবর্তী ভূমি জরিপ ও সেটেলমেন্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে-ভূমিমন্ত্রী

পরবর্তী ভূমি জরিপ ও সেটেলমেন্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে। রবিবার (২৮শে এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, স্মার্ট ভূমিসেবা স্থাপনে নাগরিক উপাত্তের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি প্রতিরোধের উপর গুরত্বারোপ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে অনলাইনে সেবা ড্যাশবোর্ড যেমন নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, মাঠ পর্যায়ে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন বৃদ্ধি করা হচ্ছে। কোনো অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ও দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার শামছুল আজম। এর আগে ভূমিমন্ত্রী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।  

মামুন/অর্জুন/

এই বিভাগের আরও খবর