লালমনিরহাট বার্তা
হাতীবান্ধায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ | ১২ অক্টো, ২০২১, ১২:৪৫ PM
হাতীবান্ধায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় ৪০ জন গ্রাহকের ঋণের কোটি টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার দুুুপুরে প্রতারিত গ্রাহকরা লাালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে প্রতারিত গ্রাহকরা জানান, এ ঘটনার পর থেকে প্রায় ১ মাস ধরে ব্যাংকে আসছেন না ওই কর্মকর্তা। এ নিয়ে বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোন সুফল পাচ্ছেন ভুক্তভোগী ঋণ গ্রহীতারা।
জানা গেছে, প্রায় ৪০ জন গ্রাহকের ঋণের টাকা আত্মসাত করেন ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান। গ্রাহকরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক বরাবর লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধা শাখার সিনিয়র অফিসার (মাঠ) আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে লালমনিরহাট রাজশাহী কৃষি উন্নয়ণ ব্যাংকের জোনাল ম্যানেজার মাহিদুল ইসলাম বলেন, আজিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।
এই বিভাগের আরও খবর