স্টাফ রিপোর্টার, পাটগ্রাম | ২৪ আগ, ২০২১, ২:৩৬ PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ও সাবেক বিএনপি সরকারের সাংসদ হাসানুজ্জামান হাসান (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে লালমনিরহাট-১ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তান, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে পাটগ্রাম উপজেলায় বিএনপি’র ক্ষতি হল। আজ মঙ্গবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় তাঁর গ্রামের বাড়ি বুড়িমারী ইসলামপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা- বাবার কবরের পাশে দাফন করা হয়।