লালমনিরহাট বার্তা
মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) গঠন
বার্তা ডেস্ক | ১৭ এপ্রি, ২০২৩, ৮:২৮ AM
মওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) গঠন

পাকিস্তানের প্রধামন্ত্রী হোসেন শহীদ সোহওয়ারদীর অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী পাক মার্কিন সামরিক চুক্তি ও জোটভ‚ক্ত পররাষ্ট্রনীতির প্রতিবাদে মওলানা ভাসানী ঐতিহাসিক কাগমারী সম্মেলনের আয়োজন করেন। এতে মওলানা ভাসানী তার বক্তৃতায় পূর্ব বাংলাকে শোষণ বঞ্চনার বিরুদ্ধে বনিষ্ঠ প্রতিবাদ, পূর্ব বাংলার স্বায়ত্বশাসন এবং পাকিস্তানি শাসক চক্রকে যে আচ্ছালামু আলায়কুম জানান, তা পাকিস্তানের রাজনীতিতে এক আলোড়ন সৃষ্টি করেছিল। এতে পশ্চিম পাকিস্তানের রিপাবলিকান পার্টির নেতা মওলানা জহির কাসমী ১৯৫৭ সালের ৯ ফেব্রæয়ারি করাচিতে বিবৃতিতে বলেন,“পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শোষণের অভিযোগ জানাতে গিয়ে মওলানা ভাসানী বিচ্ছিন্নতার যে ইংগিত দিয়েছেন, তা পাকিস্তানের সংহতির পরিস্কার বিরুদ্ধাচারণ এবং দÐবিধির ১২৩-ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তিনি বলেন, মওলানা ভাসানী এবং তার গোত্রের লোকদের চাইতে পাকিস্তান অনেক বড়।” নেজামে ইসলাম পার্টির সভাপতি মওলানা আতাহার আলী বলেন,“পাকিস্তান ইসলামিয়া জুমহুরীয়াকে আচ্ছাছালামু আলায়কুম না বলিয়া প্রয়োজন হইলে জনাব মওলানা ভাসানী সাহেবকে আচ্ছাছালামু আলায়কুম জানাইবার জন্য দেশবাসীর প্রতি আবেদন জানাইতেছি।” পাকিস্তানি নেতাদের উস্কানীমূলক বক্তব্য বিশেষ করে প্রধামন্ত্রী সোহরাওয়ার্দীর অনুসারীরা প্রগতিশীল রাজনীতিক ও ভাসানী অনুসারীদের উপর হামলা পরিচালনা করতে থাকে। প্রথম আঘাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর। সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র সংসদের সহ-সভাপতি সামছুল হকের সভাপতিত্ব সোহরাওয়ার্দী অনুসারীরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার অব্যাহত রাখার ঘোষণা করেন।

সভায় সোহরাওয়ার্দী পন্থীরা মওলানা ভাসানী মুর্দাবাদ, ভারতের দালাল মুর্দাবাদ বলে শ্লোগান দেয়। অন্যদিকে ফজলুল হক হলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে মওলানা ভাসানীর সমর্থকরা যুদ্ধবাজ পরাষ্ট্রনীতি বাতিল কর, ব্যক্তি স্বার্থ বাতিল কর বিবৃতিতে তার বক্তব্যকে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বলে প্রতিবাদ জানান।

এই বিভাগের আরও খবর