লালমনিরহাট বার্তা
রংপুরে দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নিয়ে মতবিনিময়
রংপুর অফিস | ২৭ এপ্রি, ২০২৪, ১২:২৪ PM
রংপুরে দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নিয়ে মতবিনিময়

রংপুরে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য জাকির হোসেন। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সামসুজ্জামান, রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ স্বপন কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের হেলথ কার্ডের মাধ্যমে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে কথা জানান রংপুর কমিউনিটি মেডিকেল হাসপাতালের কর্মকর্তারা। সভায় রংপুরের মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, সাধারণ সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এই বিভাগের আরও খবর