স্টেক হোল্ডারদের সাথে লালমনিরহাট জেলা প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, পাটগ্রাম | ২৪ আগ, ২০২১, ৭:১৩ AM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আবু জাফর। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, লতিফা আক্তার, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ (অব.) এম ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জাকির হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় পাটগ্রাম উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান, পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল, কুচলিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মাহবুব- উল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, মহিলা বিয়ষক কর্মকর্তা সাবরিনা লাকি, প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান রাজু প্রমুখ। এ সময় জেলা প্রশাসক আবু জাফর উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের নিকট দপ্তর পরিচালনা, জনস্বার্থ ও সমস্যা- সম্ভাবনার ব্যাপারে বক্তব্য শুনে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।