লালমনিরহাট বার্তা
বাউবি’র এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের জ্ঞাতব্য
বার্তা ডেস্কঃ | ২৯ আগ, ২০২১, ৯:৫৩ AM
বাউবি’র এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের জ্ঞাতব্য
কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের এসএসসি, এইচএসসি ও নিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়ন হিসেবে এ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্য সুরক্ষা মেনে শিক্ষার্থীদের শিখন ফল অর্জনে বিকল্প মূল্যায়নই এর লক্ষ্য।
পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি পর্যায়ে নৈর্বাচনিক ৮ টি বিষয়ে এবং এইচএসসি পর্যায়ে নৈর্বাচনিক ৫টি বিষয়ে এ এ্যাসাইনমেন্ট স্বহস্তে লিখে নির্দিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বাউবি’র ওয়েব পেজ (https://bou.ac.bd/) (https://bou.ac.bd/index.php/schools/open-school) দেখার পরামর্শ দেয়া হলো। (প্রেস রিলিজ)
এই বিভাগের আরও খবর