লালমনিরহাট বার্তা
রংপুরে পরীক্ষার রুটিন বাতিল চায় অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা
রংপুর অফিস | ৭ ডিসে, ২০২১, ১১:৩৬ AM
রংপুরে পরীক্ষার রুটিন বাতিল চায় অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে রংপুরে মানববন্ধন সমাবেশ করা হয়েছ।গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রকাশিত রুটিন বাতিলের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, অতিমারী করোনার সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। অথচ নিয়ম অনুযায়ী পর্যাক্রেমে পরীক্ষা নেওয়া উচিত। অনার্স ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা না নিয়েই চতুর্থ বর্ষের পরীক্ষা রুটিন প্রকাশ আমাদের বোধগম্য নয়। হঠাৎ করে রুটিন দিয়ে পরীক্ষা নিতে চাইলেও শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের পরীক্ষা হোক।
মানববন্ধন সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- সাগর, জাফিরুল হাসান, নিরব, মিষ্টি, রাফি। এসময় তারা অবিলম্বে রুটিন পরিবর্তনের দাবি জানান। পরে মানববন্ধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক অফিসে স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
এই বিভাগের আরও খবর