লালমনিরহাট বার্তা
হাতীবান্ধায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার, হাতীবান্ধা | ৮ মে, ২০২৪, ১২:১৫ PM
হাতীবান্ধায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

হাতিবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ৭২টি কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই,সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটার সংখ্যা বাড়ে। হাতিবান্ধায় দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার ঝুঁকিপুন চারটি ইউনিয়নে ভোটকেন্দ্র চিহ্নিত করে,বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে। হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩টি। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫ টা। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং ৫ শত ৩৯টি ভোট কক্ষকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর