লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৪ পালিত
স্টাফ রিপোর্টার | ৮ মে, ২০২৪, ৮:৫৮ AM
লালমনিরহাটে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৪ পালিত

৮ মে "বাঁচিয়ে রাখি মানবতা"এই প্রতিপাদ্যকে ধারন করে লালমনিরহাটে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৪ পালিত হয়েছে।

২০২৩ সালে লালমনিরহাট ব্র্যাঞ্চ, সার্ভিস ডেলিভারি এন্ড ইন্টারভেনশন ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যাঞ্চ এবং বেষ্ট কো- কারিকুলাম ক্যাটাগরিতে দেশের ২য় স্থান অধিকার করায় জেলা অডিটোরিয়াম হয়ে মিশনমোড় ঘুড়ে র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও উচ্ছ্বাস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, মেয়র রেজাউল করিম স্বপন, জেলা শিক্ষা অফিসার মজিবর রহমান, লালমনিরহাট জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, জেলা মহিলা সাধারণ ক্রীড়া সংস্থা সম্পাদক জাকিয়া সুলতানা রিমু, আজীবন সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিশিষ্ট সমাজ সেবক, কবি ফেরদৌসী বেগম বিউটি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ব্রাঞ্চ আয়োজনে, লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম অনুষ্ঠানে জেলা কর্মকর্তা(UlO) রেড ক্রিসেন্ট সোসাইটি, সাইদুল হাসাইন সাওন এর সঞ্চালোনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ব্রাঞ্চ এর সেক্রেটারী, অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস-২০২৪।

এই বিভাগের আরও খবর