লালমনিরহাট বার্তা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
তথ্যবিবরণী | ৬ মে, ২০২৪, ১২:৫৩ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও প্রশিক্ষণ-সংশ্লিষ্ট দক্ষতা বিনিময়-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী ও বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর-এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোঃ শফিকুল ইসলাম সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের পরিচালক, আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ আশা প্রকাশ করে বলেন, এই সমঝোতা চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা বিনিময় হবে, যা শিক্ষিত ও দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর