লালমনিরহাট বার্তা
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লক্ষ ১৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী
তথ্যবিবরণী | ২৮ জুন, ২০২৪, ৯:৫৮ AM
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লক্ষ ১৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী

সারা দেশের ন্যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনেও চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা রবিবার (৩০শে জুন) শুরু হবে। এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৪২০ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব ঝটিকা ভিজিলেন্স টিম বোর্ডের সকল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।

উল্লেখ্য, পরীক্ষা চালাকালীন পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর