লালমনিরহাট বার্তা
বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০ টি
বিশেষ প্রতিনিধি | ৮ মে, ২০২৪, ১০:৫৭ AM
বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০ টি

১৯১৯ সালের ২৩ শে মার্চ বাংলাদেশ সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জাতিসত্তার সংখ্যা ২৭ থেকে ৫০ টি নাম উল্লেখ করে নতুন আইনের তফসিল প্রতিস্থাপন করে।

এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে রয়েছে ১. ওরাওঁ, ২. কোচ, ৩. কোল, ৪. খাসিয়া/খাসি, ৫. খিয়াং, ৬. খুমি, ৭. গারো, ৮. চাক, ৯. চাকমা, ১০. ডালু , ১১. তঞ্চঙ্গ্যা,১২.ত্রিপুরা,১৩. পংখোয়া/পাংখ, ১৪.বম, ১৫.বর্মণ, ১৬.মণিপুরী, ১৭.মারমা ১৮.পাহাড়ি /মাল পাহাড়ি, ১৯. মুন্ডা, ২০, মৌরো, ২১. রাখাইন, ৩৩. লুশাই, ২৩ সাঁওতাল, ২৪. হাজং, ২৫. মাহাতো/কুর্মি মাহাতো/বেদিয়া মাহাতো, ২৬. কন্দ, ২৭.কড়া, ২৮. গঞ্জু, ২৯. গড়াইত, ৩০ গণ্ড ৩১. তেলী, ৩২. তুরি, ৩৩, পাত্র, ৩৪. বাগদী, ৩৫. বানাই, ৩৬. বড়াইক/ বাড়াইক , ৩৭.বেদিয়া, ৩৮ ভিল, ৩৯. ভূমিজ, ৪০. ভুঁইমালি, ৪১. মালো, ৪২. মাহালী, ৪৩. মুসহর, ৪৪. রাজোয়ার, ৪৫. লোহার, ৪৬.শরব, ৪৭. হুদি, ৪৮.হো, ৪৯. খাড়িয়া /খারিয়া , ৫০. খাড়োয়ার।

এই বিভাগের আরও খবর