লালমনিরহাট বার্তা
মওলানা ভাসানীর একুশ দফা ও আওয়ামী লীগের কাউন্সিল -আলরুহী
বার্তা ডেস্ক | ২০ এপ্রি, ২০২৩, ৬:৩৯ AM
মওলানা ভাসানীর একুশ দফা ও আওয়ামী লীগের কাউন্সিল -আলরুহী

১৮৫৫ সালের ১৭ জুন মওলানা ভাসানী পল্টনের জনসভায় সভাপতির ভাষণ বাঙালির একুশ দফার ভিত্তিতে শাসনতন্ত্রের প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, একটি দল শুধু একটি ধর্মের মানুষের হতে পারে না। যাতে এই দলটি সকল ধর্ম বর্ণের মানুষের সেবায় আত্ম নিয়োগ করতে পারেন। সকল শ্রেণির ও দলের পতাকা তলে ঠাই নিতে পারে এ জন্যই দলের নামে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী সুসলিম লীগের স্থলে আওয়ামী লীগ করা হলো। মওলানা ভাসানী ১৯৫৫ সালের ২৬ নভেম্বর টাঙ্গাইলের কাগমারীতে পূর্ববঙ্গ আওয়ামী লীগের এক কর্মী সম্মেলন করেন। কর্মী সম্মেলন উপরক্ষ্যে এক প্রচার পত্রে মওলানা ভাসানী বলেন,“আগামী একমাসের মধ্যে পূর্ব পাকিস্তান আইন পরিষদের সভা আহবান করিতে হইবে। বর্তমান সরকার ২১ দফা বাস্তবায়ন করিতে ধর্মতঃ আইনত বাধ্য। বিশ্বাসঘাতকতা করিলে সমস্ত পূর্ব পাকিস্তান জুড়িয়া গণআন্দোলনের ঝড় বহিয়া যাইবে।”(২৬ নভেম্বর ১৯৫৫, কাগমারী, টাঙ্গাইল)।

(গ্রন্থ:-অনন্য মওলানা ভাসানী জীবন সংগ্রাম)

এই বিভাগের আরও খবর