লালমনিরহাট বার্তা
কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ | ৬ নভে, ২০২১, ১০:২৭ AM
কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
আজ ৫০তম জাতীয় সমবায় দিবস । প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ কে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কমৃকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, কামউনিটি পুলিশিং এর সভাপতি মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাবু,সমবায় কর্মকর্তা আলমগীর জামান, নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরপর দেশের উন্নয়নে কৃষি,তাঁতি, জেলে ও ক্ষুদ্র ব্যবসায়িদের নিয়ে সমবায়ের আন্দোলন শুরু কওে দেশকে এগিয়ে নিয়েছিরেন। কিন্তু ৭৫এর ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন দেখে ঈষ্যান্বিত হয়ে তাঁকে হত্যার পর দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে পাকিস্তানী ধ্যান ধারনায় বাংলাদেশকে পরিচালিত করে সমবায়কে ধ্বংস করে । দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার ভার গ্রহন করে দেশকে সমবায়ের মাধ্যমে খাদ্যে স্বংসম্পন্নতা অর্জন করে। তিনি সমবায়ীদের মাধ্যমে শহরকে গ্রামে পরিনত করেছেন। এখন গ্রামের মানুষের আত্মসামাজিক অবস্থা অনেক ভাল।
এই বিভাগের আরও খবর