লালমনিরহাট বার্তা
মাগুড়ায় কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিনিধি | ২৬ ফেব, ২০২৩, ১১:০৮ AM
মাগুড়ায় কিডনী ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর

মাগুড়া জেলায় কিডনী রোগীদের স্বল্পমূল্যে মান সম্মত চিকিৎসা সেবা প্রদানে কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপনে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) ও খালেক-খোদেজা চ্যারিটেবল ট্রাস্ট (কেকেসিটি) মাঝে সমোঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ ২৬ ফেব্রুয়ারী  সকালে এসবিএফ সভা কক্ষে সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল এবং খালেক-খোদেজা চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষে চেয়ারম্যান অধ্যাপক হাসিনা খান (রাষ্টীয় স্বাধীনতা খেতাব প্রাপ্ত) স্বাক্ষর করেন।

 এসবিএফ  ও কেকেসিটির  মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন, এসবিএফ এর পক্ষে প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল এবং কেকেসিটির চেয়ারম্যান অধ্যাপক হাসিনা খান ।
 এসবিএফ  ও কেকেসিটির  মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন, এসবিএফ এর পক্ষে প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল এবং কেকেসিটির চেয়ারম্যান অধ্যাপক হাসিনা খান ।

এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন এসবিএফ প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল।

বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের ষ্টেয়ারিং কমিটির মেম্বার সৈয়দ আহসান হাবিব, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ এর সাধারন সম্পাদক স্কোয়াডন লিডার (অব:) সাজ্জাদ রাশেদ, চিপ অপারেটিং অফিসার প্রাক্তন সচিব হোসনে আরা বেগম এনডিসি, কেকেসিটি চেয়ারম্যান অধ্যাপক হাসিনা খান, রিসার্চ ইনিসেটিভস্ বাংলাদেশ চেয়ারম্যান ড. ব্যারিস্টার শামসুল বারী, এসবিএফ নার্সিং ইনিস্টিটিউট এর পরিচালক (এইচ আর) গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, এসবিএফ হেড অব অপারেশনস্ মোঃ আল ইমরান সরকার। এ সময়ে প্রধান অর্থ কর্মকর্তা সুফি হায়দার জুলফিকার রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপনে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) ও খালেক-খোদেজা চ্যারিটেবল ট্রাস্ট এর মতবিনিময়।
 কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপনে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) ও খালেক-খোদেজা চ্যারিটেবল ট্রাস্ট এর মতবিনিময়।

মাগুড়ায় এসবিএফ-খালেক-খোদেজা কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপনে যাবতীয় ব্যয় নির্বাহে কেকেসিটির চেয়ারম্যান এসবিএফ প্রেসিডেন্ট এর নিকট ১ কোটি ২৫ লক্ষ ১৭ হাজার টাকার চেক হস্তান্তর করেন। আগামী মে মাসে মাগুড়ায় কিডনী ডায়ালাইসিস সেন্টারের কার্যক্রম শুরু হবে।

এই বিভাগের আরও খবর