লালমনিরহাট বার্তা
ইতিহাস সমৃদ্ধ করতে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে
রংপুর অফিসঃ | ১৮ মে, ২০২২, ১২:৩০ PM
ইতিহাস সমৃদ্ধ করতে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে
উত্তরের নীলফামারী ও লালমনিরহাটের ১শ’ ২৩ কিলোমিটার সীমান্তের অতন্ত্র প্রহরি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি’র ৫১ব্যাটালিয়ন। সেই সাথে চোরাচালন বন্ধ সহ এপর্যন্ত সাড়ে ৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন পন্য উদ্ধার করেছে ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার দুপুরে ব্যাটালিয়নের ৯ম প্রতিষ্টা বার্ষিকীতে এসব তথ্য জানানো হয়। বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে জন্মদিন পালন করেন।
তিনি বলেন, খেলাধুলাসহ এই ব্যাটালিয়ন নানা সময়ে অগ্রনী ভূমিকা পালন করেছে। ইতিহাস সমৃদ্ধ করতে নিজেদের দায়িত সঠিকভাবে পালন করতে হবে। সীমান্তে বসবাসকারী দেশীয় মানুষদের পাশে থেকে ছায়া হয়ে কাজ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক লে:কর্নেল ইউসুফ চৌধুরী পিএসসি, উপ-মহা পরিচালক কর্ণেল ইয়াছির জাহান হোসেন, অতিরিক্ত পরিচালক আশরাফুজ্জামান ইঞ্জিনিয়ার্স, মেডিখ্যাল অফিসার লে: কর্নেল নুরুন নাহারএমফিল, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি ও ৫১ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেলএএফএম আজমল হোসেন খান পিএসসিসহ রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সামরিক, বেসামরিক বিভিন্ন দপ্তর প্রধান, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে জাতীয় পতাকা উত্তোলন, দেয়া, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এই বিভাগের আরও খবর