লালমনিরহাট বার্তা
মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দান-আলরুহী
বার্তা ডেস্ক | ৭ মে, ২০২৩, ৮:২০ AM
মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দান-আলরুহী

 সাম্রাজ্যবাদী ভারত সরকারের একতরফা পানি প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক নদীর উজানে বাঁধ নির্মাণপূর্বক বাংলাদেশের কৃষি, মৎস্য, পশু সম্পদ ও বনজ সম্পদের ভবিষ্যৎ ক্ষতির কারণ ঘটিতে পারে এমন আশঙ্কায় মওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা অভিমুখে যে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দান করেন ইতিহাসে তাই ফারাক্কা মার্চ নামে খ্যাত হয়ে আছে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরাগান্ধী মওলানা ভাসানীকে ফারাক্কা অভিমুখে লং মার্চ করার না করার জন্য অনুরোধ করে চিঠি লিখেন ও তার বার্তা প্রেরণ করেন। আন্দোলনে সারা দেশের লক্ষ্য লক্ষ্য মানুষ মওলানা ভাসানীর ডাকে সারা দিয়ে লং মার্চে অংশগ্রহণ করেন। মওলান ভাসানী বুঝতে পেরেছিলেন ভারতের এই পানি আগ্রাসনের পরিণতিতে বাংলাদেশের ভ‚-প্রকৃতি ও জীববৈচিত্রের কি ভয়াবহ ক্ষতির কারণ ঘটতে পারে।(গ্রন্থ:-অনন্য মওলানা ভাসানী জীবন  ও সংগ্রাম)

এই বিভাগের আরও খবর