লালমনিরহাট বার্তা
ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই
ইত্তেফাক | ২০ আগ, ২০২৩, ১:০৬ PM
ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৩৪ জন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে মারা গেছেন ১০ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৪৭৬ জনে পৌঁছালো।

রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বুলেটিং থেকে এ তথ্য জানা যায়। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭৩৮ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ২৪৫ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ৫৮২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫৩২ জন, আর বাকি ৪ হাজার ৫০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ছাড়া পেয়েছেন ৯১ হাজার ৯৩৬ জন।

এই বিভাগের আরও খবর