লালমনিরহাট বার্তা
টাঙ্গাইলে ফারাক্কা লংমার্চ দিবস পালিত
আজাদ খান ভাসানী | ১৭ মে, ২০২৩, ৮:১১ AM
টাঙ্গাইলে ফারাক্কা লংমার্চ দিবস পালিত

টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহুত ৪৭তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে নয়টায় ভাসানী পরিষদ, পীর শাহজামান বাজার কমিটি ও ন্যাপ ভাসানীর পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে ভাসানী অনুসারী ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির পরিবেশ যোদ্ধা এবং দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ভাসানী পরিষদ, আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী পরিষদ সদস্য সচিব আজাদ খান ভাসানী, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন বিএসসি এবং ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ অন্যান্য বক্তারা।

উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল।

এই বিভাগের আরও খবর