লালমনিরহাট বার্তা
প্রশিক্ষিত যুবদের তৈরিকৃত পন্য বাজার জাতের লক্ষ্যে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টারঃ | ২১ সেপ, ২০২২, ১১:২০ AM
প্রশিক্ষিত যুবদের তৈরিকৃত পন্য বাজার জাতের লক্ষ্যে মতবিনিময় সভা

লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে ২১ সেপ্টেম্বর দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুব ও যুবনারীদের তৈরি পন্য বাজার জাত করনের লক্ষে চেম্বার অব কমার্সের সভাপতি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর । বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, জেলা যুবলীগের সভাপতি এবং সম্মিলিত ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোড়ল হুমায়ুন কবির। এন আর বি সি ব্যাংকের শাখা প্রধান মাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর মোস্তাক-ই হাবীব। যুব উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্য রাখেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শহিদ ইসলাম সুজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে কোন বিকল্প নেই। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজ লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চাকুরী পিছনে না ছুটে নিজেকে উদ্যোক্ততা হিসেবে গড়ে তুলে অন্যকে চাকুরী দিয়ে দেশের বেকার সমস্যাকে দূর করতে হবে। তিনি বলেন, বয়স্কদেরকে সম্মান করতে হবে। তাদের অর্জিত অভিজ্ঞতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তিনি বর্তমান যুব-বান্ধব সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর