লালমনিরহাট বার্তা
গঙ্গাচড়ায় ত্রিপল মার্ডার মামলার আসাামী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি
রংপুর অফিস | ১৪ ডিসে, ২০২১, ১২:৫৭ PM
গঙ্গাচড়ায় ত্রিপল মার্ডার মামলার আসাামী শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আজিজুল ইসলাম ১১ বছরের শিশু কন্যা মোনালিসা সহ ত্রিপল মার্র্ডার আসামী কিলার মফিকুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সেই সাথে কিলিং ব্যাবহৃত ছোড়া বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়া এলাকায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রংপুর সিআইডি পুলিশের প্রধান পুলিশ সুপার আতাউর রহমান।
সংবাদ সম্মেমলনে সিআইডি পুলিশ সুপার জানান, স্থানীয় ইউপি মেম্বর আজিজুরে ইসলাম বিপুল ভোটে ইউপি মেম্বার নির্বাচিত হবার বিষয়টি তার প্রতিদ›িদ্ব সাইফুল ইসলাম গ্রহন করতে পারেনি। সে তাকে হত্যা করার পরির্কপনা করে। গত ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে ইউপি মেম্বার আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেতে বাড়ি ফেরার পথে আসামী সাইফুল ইসলামের নেতৃত্বে খুনিরা আজিজুল ইসলামকে আক্রমন করে। সে দৌড়িয়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে খুনিরা ওই বাড়িতে প্রবেশ করে তাতে টেনে হেচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এর পর পরেই আজিজুল ইসলামের সমতৃৃক রেয়াজুুল ইসলামকে তার বাড়িতে ঢুকে টেনে হেচড়ে বাইরে এনে জবাই করে হত্যা করে। হত।াকান্ড দুটি দেখে ফেলায় খুুনিরা নিহত আজিজুল ইসলামেরর ভাতিজি ১১ বছরের শিশু কন্যা মোনালিসাকে ঘটনার ৪ মাস পর যাতে সাক্ষ্য দিতে না পারে সে জন্য শিশুটিকেও হত্যা করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় গত ০৭-০৪-২০২১ পৃথক দুটি মামলা দায়ের হয়। সিআ্ইডি জানায় উদ্ধুতন কতৃপক্ষের নির্র্দ্দেশে গত ১৯-০৫-২০২১ইং পৃথক দুটি মামলা রংপুর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্ত করতে গিয়ে ত্রিপল মার্র্ডার মামলার আসামী কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া শফিকুুল ইসলামকে গ্রেফতার করে সিআডি। তার দেয়া তত্য মতে হত্যা কান্ডে ব্যাবহৃত বল্লম ১৩টি , দুটি ছোড়া ও একটি হাচুয়া উদ্ধার করে।
এই বিভাগের আরও খবর