লালমনিরহাট বার্তা
হাতীবান্ধায় মোটরসাইকেল সেফটি রাইডিং ট্রেনিং
স্টাফ রিপোর্টার | ২৪ নভে, ২০২২, ১:১৩ PM
হাতীবান্ধায় মোটরসাইকেল সেফটি রাইডিং ট্রেনিং

"কিল ইউর স্পিড, সেফ ইউর ফ্যামিলি" এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় বাইক চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মোটরসাইকেল সেফটি রাইডিং ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে৷

উপজেলার হ্যালী প্যাড মাঠে হাতীবান্ধা সোহেল হোন্ডা শো-রুমের আয়োজনে উক্ত ট্রেনিং শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। এতে প্রায় ৭৫ জন বাইক চালক অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, হোন্ডা কোম্পানির সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও হেড অফ সেফটি রাইডিং এন্ড প্রমোশন শহিদুল ইসলাম, কোম্পানির এক্সিকিউটিভ ও সেফটি রাইডিং এন্ড প্রমোশন আহসান হাবীব, কোম্পানির এসিস্ট্যান্ট ও সেফটি রাইডিং এন্ড প্রমোশন কেলে চৌধুরী, মনির হোসেন এবং হাতীবান্ধা সোহেল হোন্ডা শো-রুমের স্বত্বাধিকারী সোহেল চৌধুরী।

হাতীবান্ধা সোহেল হোন্ডা শো-রুমের স্বত্বাধিকারী সোহেল চৌধুরী বলেন, আমরা অনেকে ভালো গাড়ি কিনি, তেল, মবিল কিনি৷ কিন্তু কতটুকু নিরাপদে বাড়ি ফিরতে পারবো সেটা ভাবিনা। বাইক চালকরা যেন নিরাপদে পরিবারের কাছে ফিরতে পারে সেই উদ্দেশ্যে হোন্ডা কোম্পানির পক্ষ থেকে এই আয়োজন।

এই বিভাগের আরও খবর