লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে নাগরীক সংগঠনের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
স্টাফ রিপোর্টার | ২৭ নভে, ২০২২, ১০:২১ AM
লালমনিরহাটে নাগরীক সংগঠনের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

রবিবার (২৭ নভেম্বর) লালমনিরহাটে মাটির মায়া সভাকক্ষে নাগরিক সংগঠনের সক্ষমতা বৃদ্ধির লক্ষে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক জেলা সমন্বয়কারী আশরাফুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মামুন অর রশীদ। সম্বনিত যৌন শিক্ষা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আরএইচআরএন-২ এরিয়া কোঅর্ডিনেটর মাাধুরী সুত্রধর। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রকল্পের জেলা ইয়্যুথ মোবিলাইজার দিপঙ্কর রায়। অনুষ্ঠান সঞ্চালন করেন ব্র্যাক আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) প্রকল্পের জেলা ব্যবস্থাপক রিপন কুমার রায়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)-র রাইট হিয়ার রাইট নাউ-২ (আর এইচ আর এন ২) প্রকল্পের আয়োজনে এ সময় ব্র্যাকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিসহ আরএইচআরএন২ এর ইয়্যুথ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর