লালমনিরহাট বার্তা
বিনামূল্যের ফরমে ১০০ টাকা নেয়ায় শ্রম পরিদর্শক বরখাস্ত
রংপুর অফিসঃ | ৬ এপ্রি, ২০২২, ১২:২৩ PM
বিনামূল্যের ফরমে ১০০ টাকা নেয়ায় শ্রম পরিদর্শক বরখাস্ত
রংপুরে কারখানার লাইসেন্স করে দেওয়ার নামে ৩৫ হাজার ঘুষ দাবী ও সরকারী বিনামূল্যের ফরমের বিপরীতে ১০০ টাকা নেয়ার ঘটনায় শ্রম পরিদর্শক তপন কুমারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ এ আদেশ দেন।
রংপুরের দুদক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ রংপুর টাউন হলে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক। শুনানিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের মোস্তাফিজার রহমান জানান, তার মানহা ট্রেডিং নামে একটি কারখানা আছে। কারখানার লে আউট প্ল্যান অনুমোদন সংক্রান্ত সেবা গ্রহণে গত ২৭ মার্চ রংপুরের শ্রম পরিদর্শক (সাধারন) তপন কুমার রায়ের সঙ্গে দেখা করেন। তখন ওই কর্মকর্তা তার কাছে প্ল্যান অনুমোদনের জন্য ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। এছাড়া লাইসেন্সের আবেদন ফরম বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও তার থেকে ১০০ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন মোস্তাফিজার রহমান।শুনানিকালে শ্রম পরিদর্শক তপন কুমার ফরম বাবদ ১০০ টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। তবে ৩৫ হাজার টাকা তিনি চাননি বলে জানান। দুদক কমিশনার জহুরুল হক শ্রম পরিদর্শক তপন কুমারকে ২৪ ঘণ্টার মধ্যে ফরমের জন্য টাকা নেওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা এবং আবেদন কারীকে টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবির ঘটনায় বদলি না করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দুদক কমিশনার শ্রম অধিদফতরকে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। অন্যথায় তার বিরুদ্ধে দুদক মামলা করা হবে বলে ঘোষণা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক নাসির উদ্দিন আহাম্মেদ রংপুরের শ্রম পরিদর্শক তপন কুমারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন যার (স্মারক নম্বর-১২২)। এছাড়া আদেশে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথা ও বলা হয়।
রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুদকের শুনানিতে কমিশনারের নির্দেশনা অনুযায়ী তপন কুমারকে চাকরি থেকে বরখাস্ত করে তাদের অবহিত করা হয়েছে।
এই বিভাগের আরও খবর