লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত
স্টাফ রিপোর্টার | ২১ নভে, ২০২২, ১২:৩৪ PM
লালমনিরহাটে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। প্রতি বছর ১৮ থেকে ২৪ নভেম্বর সপ্তাহব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় "Preventing antimicrobial resistance together" অর্থাৎ 'এন্টিমাইক্রোবিয়াল "সংরক্ষণে ঐক্যবদ্ধ হই প্রতিপাদ্যে ২১ নভেম্বর এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যাল কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিসও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ বিভাগ,সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।হাসপাতালে

হাসপাতালের মূল ফটোকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমজান আলী পার্শ্বে অন্যান্য ব্যাক্তি বর্গ
হাসপাতালের মূল ফটোকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমজান আলী পার্শ্বে অন্যান্য ব্যাক্তি বর্গ

 সদর হাসপাতাল সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ আব্দুল বাসেত, মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আবু মুসা প্রমূখ। এন্টিমাইক্রোবিয়াল সচেতনতার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামিরা হোসেন চৌধুরী।

এ সময় হাসপাতালের ডাক্তার, সেবা তত্ত্বাবধায়ক রহিমা খাতুন, নার্সিং সুপার ভাইজার মনিরা খাতুনসহ ওয়ার্ড ইনচার্চ, নার্সিং ইনস্ট্রাক্টর ও ইন্টার্নি নার্সিং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর