লালমনিরহাট বার্তা
পাঠাগার নির্মাণে আর্থিক সহায়তার আবেদন
বার্তা ডেস্ক | ২৩ ডিসে, ২০২১, ১০:৩১ AM
পাঠাগার নির্মাণে আর্থিক সহায়তার আবেদন
আদিতমারী উপজেলার সারপুকুর যুব ফোরাম পাঠাগার নির্মাণে আর্থিক সহায়তার জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, বই প্রেমিক ও পেশাজীবীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
২০২১ সালের ৫ জুন পাঠাগারের নিজস্ব ৪ শতাংশ জমির উপর তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর। উপজেলা প্রশাসন, সদস্যদের চাঁদা ও স্থানীয় ব্যক্তিবর্গের অনুদানে ১টি পিলার স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় ২ লাখ টাকা অনুদান দিয়েছেন। পাঠাগারটি নির্মাণে ১৮ লাখ টাকা ব্যয় হবে। পাঠাগারটি সরকারী গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকা ভুক্ত। যাহার নম্বর: লাল-১০। তারিখ ৩০-১০-২০১৬ইং। সোনালী ব্যাংক, আদিতমারী শাখার সঞ্চয়ী হিসাব নম্বর: ৫২০১৯০১০১৩৫২৮ এ নগদ টাকা, ডিডি জমা দিতে পারবেন।

অনুরোধক্রমে-
জামাল হোসেন
প্রতিষ্ঠাতা সভাপতি
সারপুকুর যুব ফোরাম পাঠাগার
আদিতমারী, লালমনিরহাট।
Mobile: 01770955447
এই বিভাগের আরও খবর