লালমনিরহাট বার্তা
নিখোঁজের তিনদিন পর বাংলাদেশি নারীর লাশ ফেরত দিল ভারত
আজিনুর রহমান আজিম | ৯ আগ, ২০২৩, ১:১৩ PM
নিখোঁজের তিনদিন পর বাংলাদেশি নারীর লাশ ফেরত দিল ভারত

নিখোজের তিনদিন পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্ত দিয়ে মমিনা খাতুন (৩০) নামে এক বাংলাদেশি নারীর লাশ ফেরত দিয়েছে ভারত।

মৃত মমিনা খাতুন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। ০৯ আগস্ট সন্ধা সাড়ে ৬ টায় সীমান্তের ৮৮১ নম্বর প্রধান পিলার ও ১১ নম্বর উপ-পিলারের নিকট জুগিটারী সীমান্তে লাশ হস্তান্তর করে ভারতের পুলিশ ও বিএসএফ। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার, মাথাভাঙ্গা থানার ওসি এবং বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন, পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুর রহমান উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট নিখোঁজ হন মমিনা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলকুচি নদী এলাকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে মমিনার স্বজনেরা ভারতে বসবাসকারী আত্মীয়দের খবর দেয়। তাঁরা শীতলকুচি এলাকার মহেশমারী বিএসএফ ক্যাম্পে গিয়ে লাশটির পরিচয় সনাক্ত করেন। এ নিয়ে ৭ আগস্ট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার (৮আগস্ট) সন্ধায় লাশ বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মমিনার ভাই আব্দুল খালেক বলেন, 'আমার বোনের মানসিক সমস্যা ছিল। গত ৫ তারিখ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পাইনি। ভারতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর শুনে ভারতে থাকা স্বজনদের মাধ্যমে খোঁজ নিয়ে বোনের লাশ সনাক্ত করি। বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে কাগজপত্র জমা দিয়ে তিনদিন পর লাশ পেয়ে রাতই দাফন করি। আমাদের ধারণা সে পাটগ্রাম উপজেলার খারিজা জোংড়া যুগিটারী সীমান্ত লাগোয়া ধরলা নদীতে পড়ে নিখোঁজ হয়।'

পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুর রহমান বলেন,‌ 'বিএসএফের নিকট হতে মৃত নারীর লাশ বুঝে নিয়ে রাতই ওই নারীর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। '

এই বিভাগের আরও খবর