লালমনিরহাট বার্তা
লালমনিরহাট জেলায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টারঃ | ২৬ জানু, ২০২২, ১:৫৭ PM
লালমনিরহাট জেলায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত
আজ ২৬ জানুয়ারী লালমনরিহাট জলোয় নতুন করে ২৩ জনরে করোনা পজিটভি কেস পাওয়া গেছে। তম্মধ্যে সদর উপজেলায়-২০, আদিতমারী উপজেলায়-১, হাতীবান্ধা উপজেলায়-১, পাটগ্রা -১। আজ ৩৫ জনের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। তম্মধ্যে ১৯ জন পজিটিভ। আরটিপিসিআর টেস্ট ১৬ জনের মধ্যে পজিটিভ ৪।
আজ ২৬ জানুয়ারী লালমনিরহাট জেলায় নতুন করে ২৩ জনের করোনা পজিটিভ কেস পাওয়া গেছে। তম্মধ্যে সদর উপজেলায়-২০, আদিতমারী উপজেলায়-১, হাতীবান্ধা উপজেলায়-১, পাটগ্রা -১। আজ ৩৫ জনের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। তম্মধ্যে ১৯ জন পজিটিভ। আরটিপিসিআর টেস্ট ১৬ জনের মধ্যে পজিটিভ ৪।
লালমনিরহাট জেলায় এ পর্যন্ত রোগী শনাক্ত ২ হাজার ৮৭১, মোট সুস্থ ২ হাজার ৬৯৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু নাই। জেলায় মোট মৃত্যু ৬৬ জন। মোট নমুনা সংগ্রহ ১৬ হাজার ২২১ জন। ফলাফল পাওয়া গেছে ১৬ হাজার ২০৭ জনের। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ১১৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৫০ জন। তম্মধ্যে সদরে ৪৩০, আদিতমারী ৫৫, কালীগঞ্জে ১৫, হাতীবান্ধায় ২০, পাটগ্রামে ৩০। জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইন ১৪ হাজার ৪১৭ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে ২৩ জন, বর্তমানে আইসোলেশনে ১০৯ জন । তম্মধ্যে হাসপাতালে ১২ জন আর নিজ বাড়িতে ৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে ২ হাজার ৮৭০ জন।
এই বিভাগের আরও খবর