লালমনিরহাট বার্তা
পূর্ব নামে ফিরেছে লালমনিরহাটের ডায়াবেটিস হাসপাতাল
বার্তা ডেস্ক | ২২ আগ, ২০২৪, ৬:৪২ AM
পূর্ব নামে ফিরেছে লালমনিরহাটের ডায়াবেটিস হাসপাতাল

গতকাল ২১ আগষ্ট বুধবার স্থানীয় বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র -জনতা লালমনিরহাটের ডায়াবেটিস সমিতি হাসপাতালের সাইনবোর্ড পরিবর্তন করে  "ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল" নাম পুনঃস্থাপন করে।

এ হাসপাতাল নির্মাণের জন্য ডা. সেলিমা রহমান এক একর জমি দান করেন এবং তার নামেই হাসপাতালটির নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে বিনা ভোটে গঠিত কমিটি এ হাসপাতাল থেকে  ডা. সেলিমা রহমানের নাম অপসারণ করে ডায়াবেটিস সমিতি হাসপাতাল, লালমনিরহাট-এ রূপান্তর করেন।এছাড়া ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরলস পরিশ্রম করে চক্ষুবিশেষজ্ঞ ডা. জাকিউল ইসলাম ফারুকী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করেন। সর্বোপরি  ডায়াবেটিক সমিতির ট্রাস্টি বোর্ডর চেয়ারপার্সন ডা. সেলিমা রহমানকে কোনো দায়িত্ব পালন করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।ইম্প্রভড মেডিকেল সার্ভিসেস এন্ড রিহ্যাবিলিটেশন ফর ডায়াবেটিক, ডায়াবেটিক রিলেটেড এন্ড নন-ডায়াবেটিক পেসেন্টেস, লালমনিরহাট পিপিপি প্রজেক্টের আওতায় ২০১১ সাল নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৫ সালে সম্পন্ন হয়।

এই বিভাগের আরও খবর