লালমনিরহাট বার্তা
১০ মার্চ রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রত্যাশা মস্কোর
বার্তা অনলাইন ডেস্কঃ | ১০ মার্চ, ২০২২, ১২:৩৯ PM
১০ মার্চ রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রত্যাশা মস্কোর
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলাবা ও তার রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের মধ্যে বৈঠকের বিষয় কিয়েভ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় কূটনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারভা স্পুতনিক বেতার কেন্দ্রকে একথা বলেন। খবর তাস’র।
তিনি উল্লেখ করেন, ‘ইউক্রেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই আমরা বিশ্বাস করছি যে এটি অনুষ্ঠিত হবে। এ বৈঠকের ব্যাপারে তুরস্ক পদক্ষেপ গ্রহণ করে।’
জাখারভা জোর দিয়ে বলেন, রাশিয়া এ আলোচনার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছে। তবে এক্ষেত্রে তাড়াহুড়া করার কিছু নেই।
ল্যাভরভ ও কুলাবা ১০ মার্চ আন্তালিয়ায় কূটনৈতিক ফোরামের ফাঁকে বৈঠক হবে বলে আশা করছেন। আর বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন।
এই বিভাগের আরও খবর