লালমনিরহাট বার্তা
প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা
স্টাফ রিপোর্টারঃ | ২৯ জুন, ২০২২, ১১:৫০ AM
প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা
গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন-পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজির হোসেন। কর্মশালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। এতে বক্তব্য রাখেন-পাটগ্রাম পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, লতিফা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহববুুবুর রহমান প্রমুখ। কর্মশালায় নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিকে শিশুর বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ বিষয়ে আলোচনা করা হয়।
এই বিভাগের আরও খবর