লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | ১০ জানু, ২০২৩, ২:৩৯ PM
লালমনিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উপজেলা পযায়ের প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,লালমনিরহাট সদর উপজেলা নিবাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন।এসময় অন্যানের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ,সাংবাদিক আনিছুর রহমান লাডলা, রাশিদুজ্জামান মিলু,সম্রাট,কামরুজ্জামান,কোষাধ্যক্ষ আবু হানিফা বাবু, হাতীবান্ধা উপজেলা দলের ম্যানেজার ফয়জুন মনাসহ অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলা থেকে আগত কমকতাবৃন্দ উপস্থিত ছিলেন। যুব গেমসে অ্যাথলেটিকস,ব্যাডমিন্টন,দাবা,সাইক্লিং,ফুটবল,কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দলগত খেলায় (তরুন) ফুটবলে কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন,লালমনিরহাট সদর উপজেলা রানারআপ,তরুনী ফুটবলে পাটগ্রাম চ্যাম্পিয়ন,হাতীবান্ধা রানারআপ,ব্যাডমিন্টন (তরুন) একক ও দ্বৈতে আদিতমারী চ্যাম্পিয়ন,কালীগঞ্জ রানারআপ,কাবাডি (তরুন) পাটগ্রাম চ্যাম্পিয়ন,সদর উপজেলা চ্যাম্পিয়ন রানারআপ এবং কাবাডি (তরুনী)খেলায় হাতীবান্ধা চ্যাম্পিয়ন ও সদর উপজেলা রানারআপ হয়। চলতি মাসের ৪ জানুয়ারী এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার তরুন,তরুনী মিলে ৭শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

এই বিভাগের আরও খবর