লালমনিরহাট বার্তা
স্মার্ট লালমনিরহাট বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রি, ২০২৩, ১:০১ PM
স্মার্ট লালমনিরহাট বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক কর্মশালা

জেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ উপলক্ষ্যে 'স্মার্ট লালমনিরহাট বিনির্মাণে করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

আজ ২৭ এপ্রিল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট লালমনিরহাট বিনির্মাণ শীর্ষক কর্মশালায় ৩ টি কুইক উইন আইডিয়া নির্বাচনের লক্ষ্যে সভায় অংশগ্রহণকারীদের ১২টি আলাদা গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপ স্মার্ট বাংলাদেশ-এর অভীষ্ট লক্ষ্য অর্জনে নির্ধারিত ১২টি ক্ষেত্র নিয়ে নিজেদের মধ্যে দলগত আলোচনা করেন ও পরবর্তীতে তারা তাদের আলোচনার মাধ্যমে প্রস্তুতকৃত উদ্ভাবনী আইডিয়াগুলো সকলের সামনে উপস্থাপন করেন।

এ সময় ১২ টি গ্রুপের পক্ষ থেকে ১২ টি আইডিয়া পাওয়া যায়। এসব স্মার্ট আইডিয়া স্মার্ট লালমনিরহাট বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই মতামত ব্যক্ত করে। জেলা সম্পর্কিত এসকল উপস্থাপনার ওপর উপস্থিত সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মাদ উল্যাহ সভাপতিত্ব কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর