লালমনিরহাট বার্তা
জুন মাসে গত ২ সপ্তাহে লালমনিবার্তা অনলাইনের পাঠক সংখ্যা ৪৫ হাজার ১০৫ জন
বার্তা ডেস্ক | ১৫ জুন, ২০২৩, ৯:২৪ AM
জুন মাসে গত ২ সপ্তাহে লালমনিবার্তা অনলাইনের পাঠক সংখ্যা ৪৫ হাজার ১০৫ জন

জুন মাসে গত ২ সপ্তাহে লালমনিবার্তা অনলাইনের পাঠক সংখ্যা ছিল ৪৫ হাজার ১০৫ জন। লালমনিবার্তা অনলাইনে প্রতিদিন ও রাতে আন্তর্জাতিক, জাতীয়, জেলা-উপজেলা, গ্রাম-বাংলা সংবাদ প্রচার করা হয়। তাছাড়াও বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চাকরির বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এই অনলাইনটিতে যেকোন ব্যক্তি আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ, সর্বোপরি লালমনিরহাটসহ যেকোনো জেলার সমস্যা, সমস্যা সমাধানে করণীয়, সম্ভাবনা, সাফল্য, ঘুষ, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সরকারী সম্পদ লুন্ঠন, আত্মসাৎ, চোরাচালানী, মাদক ও গরুর অবৈধ পারাপার, বিভিন্ন সরকারী দপ্তরের পিসি গ্রহণ, কর প্রতারণা, হাট-বাজারগুলোতে ইজারাদারদের দৌড়ত্ব, নব্য কোটিপতি, বাটপার, সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিতি, দেরিতে উপস্থিতি, মাত্রাতিরিক্ত দাদন/সুদের ব্যবসা, নির্যাতন, নারী ও শিশু নির্যাতন সহ বিষয়ে ছবিসহ লেখা পাঠাতে পারবেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও ক্রীড়া সংগঠনের সংবাদ প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রেরণ করতে পারবেন।

প্রেরিত যেকোন সংবাদ বা বিজ্ঞপ্তি অবশ্যই বস্তুনিষ্ট, নিরপেক্ষ ও সত্য হতে হবে। মিথ্যা ও প্রতারণামূলক তথ্য দেয়া যাবে না। সংবাদ প্রকাশের জন্য আপনাকে/আপনাদেরকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। আপনি/ আপনারা যদি মনে করেন পরিবেশিত সংবাদটির ব্যাপক প্রচারণা দরকার সে ক্ষেত্রে লালমনিবার্তা অনলাইনে সংবাদটি পড়বেন ও শেয়ার করতে পারেন। পরিবেশিত সংবাদটির তথ্যগত ভুল থাকলে সম্পাদককে সরাসরি মোবাইলে মতামত জানাবেন। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আহবানে- গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু, সম্পাদক, লালমনিরহাট বার্তা ও লালমনিবার্তা অনলাইন। মোবাঃ ০১৭১৫-০৩৬৮৫২। ভিজিট করুন ওয়েবসাইট- www.lalmonibarta.com. E-mail- lalmonibarta@gmail.com, shafiqul1954@gmail.com.

এই বিভাগের আরও খবর