লালমনিরহাট বার্তা
দেশে কিছু অসাধু মানুষ আছে যারা বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্তিতিশীল করতে চায়
রংপুর অফিস | ২০ মে, ২০২৩, ১০:৫১ AM
দেশে কিছু অসাধু মানুষ আছে যারা বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্তিতিশীল করতে চায়

রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান বলেছেন, দেশে কিছু অসাধু মানুষ আছে, যারা বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্তিতিশীল করতে চায়। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, মেট্রোলজি দিবস আমরা কেন পালন করি, মানুষকে এ দিবস সম্পর্কে জানাতে হবে। বিএসটিআইকে কাজে আরও গতিশীল হতে হবে।যাতে ধোকা দিয়ে কেউ সফল হতেনা পারে। বিএসটিআইকে আমরা সকলে মিলে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটটিউশনের (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যাবস্তার সহায়ক প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেনঅ তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাবিøউ.এম রায়হান শাহ্।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জ পুলিশ সুপার মোঃ আব্দুল লতিফ, রংপুর মেট্রো পলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (ডিসিট্রাফিক) মেনহাজুল আলম, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান ও মেট্রোলজি’র উপ- পরিচালক মফিজউদ্দীন আহমেদ, রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। এছাড়া উপস্তিত ছিলেন রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াজ শহীদ শোভন, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি নুরুলহক মুন্না, রংপুর মেট্রোপলিটন চেম্বার অবকমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক আতিক উল্লাহ আতিক।

এই বিভাগের আরও খবর