লালমনিরহাট বার্তা
তিস্তা পাড়ের শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ ও মেডিকেল ক্যাম্প
বিশেষ প্রতিনিধিঃ | ২ নভে, ২০২১, ১১:২৯ AM
তিস্তা পাড়ের শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ ও মেডিকেল ক্যাম্প
রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮১ এর জয়েন্ট সার্ভিস প্রজেক্টের আওতায় রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল আয়োজনে ঢাকার কয়েকটি রোটারী ক্লাবের সহযোগীতায় গত ১ নভেম্বর রংপুর জেলার কাউনিয়া উপজেলার তিস্তা নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত চর ঢুশমারা গ্রামের শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়। বিতরণ কৃত ১ শত ৪০ প্যাকেট শুকনা খাবারের মধ্যে ছিল ডিম, কলা, আপেল, পাউরুটি ও বিস্কুট।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ডা: আমিনুর রহমান। বক্তব্য রাখেন গেরিলা লিডার পাস্ট প্রেসিডেন্ট ড. এস.এম শফিকুল ইসলাম কানু। রোটারী ক্লাব অব, লালমনিরহাট সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট এ্যাড. আঞ্জুমান আরা শাপলা, নাট্যকার মাখন লাল দাস, সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট সমাজসেবী শামসুল আলম, রোটারী ক্লাব অব গুলশান পার্ক সিটি এর সেক্রেটারী শেখ নুর-এ আলম সজীব, রোটারী ক্লাব অব সেন্ট্রাল এর প্রজেক্ট ডাইরেক্টর আব্দুল হাই আদু মোল্লা, রোটারিয়ান আহম্মদ আলী ভুট্টু, রোটারিয়ান দিলীপ চন্দ্র রায়। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের তিস্তা শাখার সাধারন সম্পাদক মাসুম মিয়া, বিউটিফুল লালমনিরহাট এর সভাপতি হিরা চন্দ্র রায় প্রমুখ। চিকিৎসকগণ গ্রামের ৪০ বছর বয়সের ঊর্দ্ধে ৪০ জন নারী ২০ জন পুরুষের প্রাথমিক পরীক্ষা করে ব্যবস্থা পত্র গ্রহন করেন।
এই বিভাগের আরও খবর