লালমনিরহাট বার্তা
রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসএসসির ফলাফলে ভাল করেছে
রংপুর অফিস | ২৮ জুল, ২০২৩, ১২:০৭ PM
রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসএসসির ফলাফলে ভাল করেছে

রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো এস.এস.সি পরীক্ষার ফলাফলে ভাল করেছে।শুক্রবার (২৮ জুলাই) ছুটির দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব করতে দেখা যায়নি শিক্ষার্থীদের। অনলাইনে কিংবা মোবাইলে এসএমএসের মাধ্যমে ঘরে বসে ফল পেয়ে গেছেন শিক্ষার্থীরা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও এস.এস.সি পরীক্ষার ফলাফলে রংপুর ক্যাডেট কলেজ ঈর্শ্বনীয় সাফল্য এনেছে। এ প্রতিষ্ঠানের ৪৮ জন পরীক্ষা দিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।রংপুর জিলা স্কুলে ২৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬৩ জন পরীক্ষা দিয়ে ২৬০ জন পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজে ৫১০জন পরীক্ষা দিয়ে ৫০৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন।ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী।রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৪৫৭ জন পরীক্ষা দিয়ে ৪৫৬ জন পাস করেছে। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ২৭৪ জন।নগরীর ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে ৮৩ জন পরীক্ষায় দিয়ে সকলেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।

চলতি বছরে দিনাজপুর বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। যা আগের বছর ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। গত বছর পেয়েছিল ২৫ হাজার ৫৮। এবছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে,বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন।

দিনাজপুর বোর্ডের তথ্য মতে, ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছরে ৮০ দশমিক ২২ ভাগ ছাত্রী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৮২ জন। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন। দিনাজপুর বোর্ডে এবছর শতভাগ পাসকরা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। কুড়িগ্রাম জেলার পূর্ব কুমার পাড়া আদর্শ হাই স্কুল থেকে কোন শিক্ষার্থী পাস করেনি।

এই বিভাগের আরও খবর