লালমনিরহাট বার্তা
লালমনিরহাট উন্নয়নে ১২ দফা দাবিতে অতিক্রমের মানববন্ধন
স্টাফ রিপোর্টার | ১ আগ, ২০২৩, ৮:৪৩ AM
লালমনিরহাট উন্নয়নে ১২ দফা দাবিতে অতিক্রমের মানববন্ধন

লালমনিরহাটের মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল, তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট শুল্ক স্থলবন্দর ও অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালুসহ ১২ দফা বাস্তবায়নের দাবীতে আজ ১লা আগষ্ট, সকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে 'অতিক্রম' সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অতিক্রমের এ জনকল্যাণমূখী মানবন্ধনে বীর মুক্তিযোদ্ধা, লালমনিরহাটের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বামপন্থী রাজনৈতিক দলে নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের উন্নয়নকামী সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অতিক্রম লালমনিরহাটের আহবায়ক হেলাল হোসেন কবির-এঁর সভাপতিত্বে এবং অতিক্রম লালমনিরহাটের যুগ্ম আহবায়ক মাসুদ রানা রাশেদ-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেন, নদীভাঙ্গা পরিষদের আহবায়ক এম এ হান্নান, তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন, রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আদিতমারী উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক, দৈনিক প্রতিদিনের কাগজ লালমনিরহাট প্রতিনিধি শাহজাহান সাজু, শ্রমিক নেতা মতিয়ার রহমান দুলাল, দৈনিক যুগের আলো লালমনিরহাট প্রতিনিধি মোঃ আহমেদুর রহমান মুকুল, অতিক্রম লালমনিরহাটের যুগ্ম আহবায়ক মুহিন রায়, মাসুদ রানা রাশেদ, বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধুসূদন রায় মধু প্রমুখ।

অতিক্রমের ১২ দফা দাবি : অতিক্রম লালমনিরহাটের ১২ দফাগুলো হলো- ১. প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন ২. পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ৩. মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপনের ঘোষণার বাস্তবায়ন ৪. লালমনিরহাট থেকে অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু করণ ৫. রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক নির্মাণ ৬. তিস্তা নদীর উপর ডুয়েল গেজ নতুন রেলসেতু নির্মাণ ৭. লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠাকরণ ৮. বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করণ ৯. যুব প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করণ ১০. লালমনিরহাট শহরে আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন ১১. ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন ব‍্যবস্থাকরণ এবং ১২. লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করণ।

এই বিভাগের আরও খবর