লালমনিরহাট বার্তা
পদ্মায় ডুবুরি টিমের ইঞ্জিনিয়ার নিখোঁজ
ইত্তেফাক | ৯ আগ, ২০২৩, ৬:০৪ AM
পদ্মায় ডুবুরি টিমের ইঞ্জিনিয়ার নিখোঁজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর পদ্মা নদীতে ডুবুরি টিমের ইঞ্জিনিয়ার নিখোঁজ হয়েছেন।নিখোঁজ আমান উল্লাহ (২৫) খুলনার রুপসার দেয়াড়া গ্রামের খান রজব আলীর ছেলে।হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি নামের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমের ইঞ্জিনিয়ার আমান উল্লাহ সোমবার দুপুর ১২টার দিকে নদীতে ফেলা জিও ব্যাগ নিয়মমাফিক ফেলা হয়েছে কি না, দেখার জন্য অক্সিজেন মাস্ক ও ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে নিয়ে পানির নিচে যান। ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে; কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। এরপর থেকে অন্য ডুবুরিরা খুঁজতে থাকেন।

পুলিশ কর্মকর্তা জানান, বুধবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে ।

এই বিভাগের আরও খবর