লালমনিরহাট বার্তা
ফুলবাড়িতে যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | ৮ আগ, ২০২৩, ৫:০২ PM
ফুলবাড়িতে যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আওতায় এনআরকে-টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় মহিদেব যুব কল্যাণ সমিতির বাস্তবায়নে ৭ ও ৮ আগষ্ট উপজেলার ৬টি ইউনিয়নের যুব সংগঠনের প্রতিনিধিদেরনিয়ে দুইদিন ব্যাপী যুব সংগঠন ব্যবস্থাপনা কর্মশালাঅনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ি উপজেলা  নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান। বক্তব্য রাখেন প্রজেক্টের কো-অডিনেটোর মাহমুদুল হাসান, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি জামাল হোসেন, তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন প্রমূখ। সঞ্চালনা করেন চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিডারশীপ মোঃ ইলিয়াছ আলী।

কর্মশালায় যুব সংগঠন কি, যুব সংগঠনের গুরুত্ব ও গঠন প্রক্রিয়া, যুব সংগঠন কি, যুব সংগঠনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া, যুব সংগঠনের নেতৃত্বের বিকাশ, নেতৃত্বের ধরন ও বৈশিষ্ট্য,আদর্শনেতার গুনাবলী ও ভূমিকা, দলীয় সদস্যদের ভূমিকা, যুব সংগঠনের সভা আয়োজন, পরিচালনা ও তহবিলের উৎস, সভার ধারনা (সংজ্ঞা, উদ্দেশ্য, ধরন ও বৈশিষ্ট্য) সভা বাস্তবায়নের ধাপ,সভা পরিচালনায় সভাপতি/ সম্পাদকের ভূমিকা,সংগঠন পরিচালনায় তহবিলের উৎস, ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, স্থানীয় যুব ও যুব সংগঠন সংক্রান্ত সমস্যা ও সমাধানের  উপায়, স্থানীয় যুব ও যুব ক্লাব সংক্রান্ত সমস্যা, সমস্যার কারন বিশ্লেষন, সমস্যা সমাধানের  উপায়, যুব সংগঠনে বিরোধ মিমাংসা, বিরোধের ধারনা, বিরোধ মিমাংসার প্রয়োজনীয়তা,বিরোধের সম্ভাব্য কারন ও ভাল মন্দ দিক, বিরোধের প্রতিক্রিয়া,বিরোধ মিমাংসার পন্থা, যুব সংগঠনে সাংগঠনিক সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তা, সাংগঠনিক সম্প্রীতি বৃদ্ধির উপায়,সাংগঠনিক সম্প্রীতি নষ্ট হওয়ার কারন,সাংগঠনিক সম্প্রীতি রক্ষার নেতা/কর্মী/সদস্যদের করনীয় ও দায়িত, যোগাযোগ, যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ সুবিধা, যোগাযোগের প্রাথমিক ধারনা,যোগাযোগের প্রাথমিক উপাদান ও প্রক্রিয়া,কার্যকরি যোগাযোগ ও যোগাযোগের প্রকারভেদ, যোগাযোগের বাধা ও তা অতিক্রমের উপায়,যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা সমূহ, যুব সংগঠন টেকসই করনের প্রক্রিয়া, সংগঠন টেকসই করনের ধারনা ও প্রক্রিয়া,সহযোগী সংগঠন  ও স্থানীয় সরকারের সাথে সমন্বয় ও সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা,সহযোগী সংগঠন  ও স্থানীয় সরকারের সাথে সমন্বয় ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করা,সহযোগী সংগঠন  ও অংশীদারিত্বের সাথে সমন্বয়করণ ও সম্পর্ক উন্নয়নে বাধা ও তা অতিক্রমের উপায় সমূহ, যুব সংগঠন রেজিষ্ট্রেশন, যুব সংগঠন রেজিষ্ট্রেশনের গুরুত্ব, প্রয়োজনীয়তা,কোন কোন অফিস থেকে রেজি: প্রদান করে ও তার শর্ত সমূহ কি,জাতীয় যুব নীতিমালা-২০১৭ শেয়ারিং,যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজি: গ্রহনের প্রক্রিয়া,প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি, যুব সংগঠনের প্রয়োজনীয় নীতিমালা, যুব সাংগঠনের বিভিন্ন নীতিমালার প্রয়োজনীয়তা ও গুরুত্ব,যুব সংগঠনের গঠনতন্ত্র,জেন্ডার নীতিমালা,যুব ও শিশু সুরক্ষা নীতিমালা,সেফ গার্ডিং নীতিমালা, যুব সংগঠনের নীতিমালা তৈরী, যুব সংগঠনের গঠনতন্ত্র তৈরী,জেন্ডার নীতিমালা তৈরী,যুব ও শিশু সুরক্ষা নীতিমালা তৈরী, সেফ গার্ডিং নীতিমালা তৈরী, যুব সংগঠনের টেকসই পরিকল্পনা তৈরী, যুব সংগঠনের টেকসই পরিকল্পনা তৈরী,পরিকল্পনা মনিটরিং, জবাবদিহীতা বিষয়ে যুব সংগঠনের প্রতিনিধিদেও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর