লালমনিরহাট বার্তা
বিশ্বজুড়ে ৪০০০ স্ক্রিনে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ছবি ‘জেলার’
হিন্দুস্তান টাইমস্ | ১০ আগ, ২০২৩, ৪:৩৫ AM
বিশ্বজুড়ে ৪০০০ স্ক্রিনে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ছবি ‘জেলার’

দুই বছর পর আবার বড় পর্দায় ফিরছেন রজনীকান্ত। এই তামিল সুপারস্টারের নতুন ছবি ‘জেলার’ আজ, ১০ অগস্ট মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে। গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৪০০০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই ছবি। যদিও এই ৪০০০ স্ক্রিনের মধ্যে ৮০০টি স্ক্রিন খোদ তামিল নাড়ুর। ফলে এই দক্ষিণ ভারতীয় সুপারস্টারের নতুন ছবি জেলারের জন্য সবাই যে প্রস্তুত সেটা বলাই বাহুল্য।

নতুন ছবি মুক্তির আগে বরাবরের মতো হিমালয় ভ্রমণে গিয়েছেন। সেখান থেকেই তিনি তাঁর ভক্ত এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন 'সকলে জেলার দেখুন এবং অবশ্যই জানান কেমন লাগল।'

হিদেতোশি জুটি জাপানের ওসাকা থেকে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে! শুধুই কি তাই? আসার সময় তাঁরা আবার সঙ্গে করে থালাইভার জন্য উপহার এনেছেন। একটি জাপানি শাল এবং পাখা উপহার দিয়েছেন তাঁরা রজনীকান্তকে। ইয়াসুদা হিদেতোশি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'ওদেশে একদিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমি অপেক্ষা করতে চাইছি না। তাছাড়া সেখানে হলগুলো ভীষণই চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমি সেই উন্মাদনাটা মিস করতে চাইনি।'

রজনীকান্তের আরেক ভক্ত বলেন, 'আমার অনুমান এই ছবিটা রজনীকান্তের কেরিয়ারে একটা মাইলফলক হয়ে থেকে যাবে।' অন্য আরেক ভক্ত জানান, 'আমি আমার পরিবার এবং বন্ধু সবার জন্য মোট ১৫টা টিকিট কেটেছি। এই ছবি ব্লকব্লাস্টার হবেই।'

প্রসঙ্গত ‘জেলার’ ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। এই ছবির পরিচালনা করেছেন নেলসন। অনিরুদ্ধ মিউজিক দেখেছেন। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ প্রমুখকে। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।

শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে ‘জেলার’ ছবির। সাম্প্রতিককালের অতীতে এমন ঘটনা আর ঘটেনি। ফলে এই ছবিটি হিট করছে সেটা সুস্পষ্ট।

এই বিভাগের আরও খবর