লালমনিরহাট বার্তা
চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে পাটগ্রামে প্রাইভেট চেম্বার বন্ধ, রোগীদের ভোগান্তি
স্টাফ রিপোর্টার | ১৭ জুল, ২০২৩, ১:১৬ PM
চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে পাটগ্রামে প্রাইভেট চেম্বার বন্ধ, রোগীদের ভোগান্তি

দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রোগীরা ভোগান্তিতে পড়েছে।

সরেজমিনে বিভিন্ন প্রাইভেট চেম্বার ও ডায়াগস্টিক ঘুরে দেখা গেছে নানা সমস্যা নিয়ে স্বাস্থ্য পরামর্শ নিতে আসা রোগীরা চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন। একাধিক চেম্বার ও ডায়াগস্টিক পরিচালকদের সাথে কথা বলে জানা গেছে, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৭ টি বেসরকারী ডায়াগস্টিক সেন্টারসহ প্রায় ১০ থেকে ১২ টি প্রাইভেট চেম্বারে বিভিন্ন রোগের চিকিৎসায় অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকেরা রোগীদেরকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া বন্ধ রেখেছেন। প্রতি চেম্বারে এতে প্রায় এক হাজারের মত রোগী ডাক্তার দেখাতে না পেয়ে ফিরে গেছেন। গ্রাম থেকে শহরে চিকিৎসক দেখাতে আসা নারী, পুরুষ ও শিশুরা রোগীরা ভোগান্তিতে পড়েছে।

জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকা হতে জর নিয়ে আসা রোগী আশরাফুল আলম (৩৫) বলেন, ‘গত দুইদিন ধরে জর। স্থানীয় গ্রাম্য ডাক্তার দেখিয়ে ঔষুধ খেয়েছি। কমেনি। এতদূর থেকে এসে শুনি দুইদিন ডাক্তার নাকী রোগী দেখবে না। খুব সমস্যায় পড়লাম।’

শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী এলাকা থেকে আসা রোগী জবেদা বেগম (৫০) বলেন, ‘পেশার (রক্তচাপ) সমস্যা বেড়েছে। ডাক্তার দেখাতে এসে শুনি, ডাক্তার রোগী দেখছেন না। আমাদের তো খুব সমস্যা। কবে দেখবে কেউ বলতে পারছেনা।’

পাটগ্রাম ডিজিটাল ডায়াগস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টারের ল্যাব টেকনিশিয়ান শাকিল সাহ্ বলেন, ‘ডাক্তারকে গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের প্রাইভেট চেম্বার ও ডায়াগস্টিক সেন্টারে যে এমবিবিএস ডাক্তার বসেন তিনি রোগী দেখবেন না বলে জানিয়েছেন। এজন্য চেম্বার বন্ধ আছে।’

এ ব্যাপারে একাধিক চিকিৎসকের সাথে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু চিকিৎসকেরা মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘প্রাইভেট চেম্বার ও ডায়াগস্টিক সেন্টারে দেশের বিভিন্ন হাসপাতাল হতে আসা এমবিবিএস চিকিৎসকেরা রোগী দেখছেন না শুনেছি। তবে আমাদের সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে যথা নিয়মে অন্তঃবিভাগ ও বর্হিবিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর